The Oldest Bird: সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো প্রকাশিত হয়েছে, যেখানে বড় ডানাওয়ালা একটি পাখি দেখা গিয়েছে, এটি ৭৪ বছর বয়সে ডিম পাড়ে বলে দাবি করা হয়।
পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটতে থাকে, যা সবসময় বিশ্বাস করা সহজ নয়। কিন্তু কখনও কখনও এটা সত্য। সম্প্রতি মার্কিন বন্যপ্রাণী কর্মকর্তারা জানিয়েছেন, বিশ্বের সবচেয়ে বয়স্ক পাখি প্রায় ৭৪ বছর বয়সে ৬০তম ডিম দিয়েছে। গত চার বছরে এটাই তার প্রথম ডিম।
জানা গিয়েছে, দীর্ঘ ডানাওয়ালা এই সামুদ্রিক পাখিটির নাম হল উইজডম। লেসন অ্যালবাট্রস প্রজাতির একটি পাখি সে। ইউএস ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিসের প্যাসিফিক অঞ্চল একটি ফেসবুক পোস্টে জানিয়েছে, উইজডম নামের দীর্ঘ ডানাওয়ালা সামুদ্রিক পাখিটি বন্যপ্রাণী আশ্রয়ে ফিরে এসেই তার ৬০তম ডিম দিয়েছে। আর আশ্চর্যের বিষয় হল গত চার বছরে পাখিটি কোনও ডিম দেয়নি। এটি এত দীর্ঘ সময়ের মধ্যে তার প্রথম ডিম।
Post a Comment