যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমা কোম্পানি প্রধানের সন্দেহভাজন হত্যাকারী গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটানে দেশটির সবচেয়ে বড় বেসরকারি বিমা প্রতিষ্ঠান ‘ইউনাইটেড হেলথ কেয়ার’–এর প্রধান ব্রায়ান থম্পসনকে গত ৪ ডিসেম্বর গুলি করে হত্যার ঘটনা ঘটে। এরপর থেকে দেশটির পুলিশ সন্দেহভাজন হত্যাকারী গ্রেপ্তারে টানা অভিযান শুরু করে। অবশেষে সোমবার (৯ ডিসেম্বর) সন্দেহভাজন হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। খবর বিবিসির।
https://www.profitablecpmrate.com/z90chzttb?key=f1eef22b736ab2c7cae41ee574a1dad1
দেশটির পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সন্দেহভাজন হত্যাকারী লুইজি মেনজিওনি (২৬) নামের ওই তরুণ পেনসিলভানিয়ার আলটুনা শহরের ম্যাকডোনাল্ডসের একটি দোকানে খাবার খাচ্ছিলেন। তাকে দেখে দোকানের একজন কর্মী পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রয়েছে। ইতোমধ্যে লুইজি মেনজিওনিকে হেফাজতে নেওয়া হয়েছে।
Post a Comment